Hand Holding Support

Hand Holding Support

হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, কি এবং কেন ?

হ্যান্ড হোল্ডিং সাপোর্ট একটা ভালোবাসার নাম, একটা চ্যালেঞ্জ! একটা কমিটমেন্ট আপনাকে সফল ফ্রিল্যান্সার বানানোর জন্য।
যাত্রা শুরু হয় পাঁচ হাজার মানুষের ফিডব্যাক থেকে, যে সমস্ত ভিডিও গুলো ইউটিউবে থাকা সত্ত্বেও কেন আমরা সবগুলো ভিডিও শেষ করে সাকসেস হতে পারছিনা –
এর পিছনে কারনটা কি?

  • সবার যে সমস্যাগুলো হচ্ছিলো, ভাইয়া ভিডিও তো দেখি ঠিকই কিন্তু প্র্যাকটিস করা হয়ে ওঠে না, ১-২ টা ভিডিও দেখি তারপরে আর কোন খবর থাকে না, কোন প্রবলেমে পড়লে সহজে সমাধান পাওয়া যায় না, ভিডিও দেখার পরে নানান প্রবলেম থাকে নানান প্রশ্ন থাকে সেইগুলো কাকে বলবো এমন কেউ যদি থাকতো ?
  • লাইভে যদি ক্লাস হতো তাহলে আরও অনেক ভালো হতো, একটা মেন্টর দরকার যাকে সব ধরনের প্রবলেম এর কথা বলতে পারবো, যে সব সময় কাছে থাকবে ।
  • মার্কেটপ্লেসে কাজ পাবো কিনা? পারব কিনা? কিভাবে কি করতে হয়? কেমন যেন একটা ভয় কাজ করে কনফিডেন্ট আর থাকে না।
  • মোটিভেশন ধরে রাখতে পারি না, একদিন ভিডিও দেখি তো দুই দিন দেখা হয় না,
    ডিফরেন্ট ডিফরেন্ট অ্যাসাইনমেন্ট করতে দিলে সুবিধা হতো, সেগুলো যদি মার্কিং করে রিভিউ করে আবার আমাদেরকে জানানো হতো
  • আমি কতটা শিখতেছি এরকম যদি একটা প্রগ্রেস আমি দেখতে পারতাম, এটা গ্রুপ বা একটা ব্যাচ বা কয়েকজন মিলে যদি একসাথে প্র্যাকটিস করতাম একসাথে শিখতাম তাহলে অনেক ভালো হতো।
  • ক্লাইন্ট কি বলবে কিভাবে কাজ করবো কোন কিছু যদি না বুঝতে পারি তাইলে কি হবে এমন ভয় যেন সবসময় কাজ করে।

এমন অনেক প্রবলেমের কথা বলে সবাই যার সমাধানের নামই হচ্ছে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট…

কি কি আছে হ্যান্ড হোল্ডিং সাপোর্টে

মার্কেটপ্লেস সাপোর্ট

মার্কেটপ্লেস সাপোর্ট টিম দ্বারা লাইফ টাইম মার্কেটপ্লেস সাপোর্ট

থিম, প্লাগিন সাপোর্ট

থাকছে সকল ধরনের থিম, প্লাগিন এবং রিসোর্সের লাইফ টাইম সাপোর্ট

ফ্রী রি-এডমিশন

এক বারে সফল হতে পারলেন না, কোন ফী ছাড়া রি-এডমিশনের সুযোগ

কন্টেন্ট অ্যাক্সেস

লাইফ টাইম সফটওয়্যার, কন্টেন্ট, রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস

নিজস্ব সফটওয়্যার

স্টুডেন্ট দের জন্য নিজস্ব LMS সফটওয়্যার, স্মার্ট ট্রাকিং লার্নিং সিস্টেম

কো-ইন্সট্রাক্টর সাপোর্ট

১২pm-১২am ওয়ান বাই ওয়ান পার্সোনাল কো-ইন্সট্রাক্টর সাপোর্ট

ব্যাচের মাধ্যমে ক্লাস

মাত্র ৪০-৫০ স্টুডেন্ট নিয়ে ছোট ছোট ব্যাচে বিভক্ত করে ক্লাস নেয়া হয়

লাইভ ক্লাস

অভিজ্ঞ টিচার দ্বারা সপ্তাহের ৩ দিন জুমের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা

ক্লাস কুইজ

প্রতিটা ক্লাসে ২ ধরনের কুইজ থাকে, ক্লাসের আগে এবং ক্লাসের পরে

ক্লাস এসাইনমেন্ট

প্রতিটা ক্লাসে একটা ফুল ওয়েবসাইটের এসাইনমেন্ট থাকে

এসাইনমেন্ট রিভিউ

কো-ইন্সট্রাক্টর দ্বারা প্রতিটা এসাইনমেন্ট রিভিউ, মারকিং এবং ফিডব্যাক

ক্লাস রেকর্ড

প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ড প্রোভাইড করা হয় সফটওয়্যারে
Hand Holding Support টি আসলে কি?

এটা একটা ভালোবাসার নাম, একটা চ্যালেঞ্জ, একটা কমিটমেন্ট আপনাকে সফল ফ্রিল্যান্সার বানানোর জন্য।
লাইভ ক্লাস, প্রতিদিনের গোল ধরে ধরে প্র্যাকটিস করানো, গ্রুপ স্টাডি, প্রতিটা ক্লাসে কুইজ, এসাইনমেন্ট, আপনি কেমন করছেন না করছেন এর জন্য ফুল ট্র্যাকিং সফটওয়্যার, লাইফ টাইম সাপোর্ট থেকে শুরু করে এমন কি নাই…
আপনি যদি একবারে সাকসেস না হতে পারেন বা কোন কারনে ক্লাস করতে না পারেন তাহলে, কোন ফি ছাড়াই আবার নতুন করে অন্য ব্যাচে ক্লাসের সুযোগ করে দেয়া হয়, মানে আপনি যদি একবার Hand Holding Support নেন তবে সফল না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ছাড়ছিনা✊

Hand Holding Support -এ কি ভাবে ক্লাস হয়?

সকল ক্লাস অনলাইনে ZOOM অ্যাপের মাধমে প্রতি সপ্তাহে ৩টা লাইভ ক্লাস হয়ে থাকে।

সবার সুবিধার্থে ক্লাসগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে Marketplace এর আগে Required ক্লাস গুলো, Marketplace Topic নিয়ে ক্লাস এবং Marketplace Topic এর পরে আরোও Advanced ক্লাস গুলো।

Hand Holding Support -এ কি কি কোর্স করানো হয়?

বর্তমানে নিচের কোর্সগুলো করানো হয়।

  1. HTML, CSS, Bootstrap  
  2. WordPress Fundamental
  3. WordPress Advance
  4. Fiverr Marketplace
  5. JavaScript Course (MERN Stack)
  6. PHP Course With Laravel

খুব দ্রুতই আমরা আরও কিছু কোর্স যুক্ত করতে যাচ্ছি………

কেন আপনাকে Hand Holding Support সফল হতে সাহায্য করবে?

১) লাইভ ক্লাস।
২) ৮০-১০০ জন বিশিষ্ট প্রতিটি ব্যাচ এর জন্য একজন নির্দিষ্ট ট্রেইনার বরাদ্দ।
৩) প্র্যাক্টিস করতে গিয়ে যে কোনো সমস্যায় ইন্সট্যান্ট লাইভ সাপোর্ট প্রদান।
৪) প্রতিটি ক্লাসের হোমওয়ার্ক, কুইজ, এসাইনমেন্ট।
৫) টিচার দ্বারা হোমওয়ার্ক রিপোর্টিং, চেকিং ও মার্কিং।
৬) টিম ভিউওয়ার/এনিডেস্ক/গুগলমিট/জুম এর মাধ্যমে সকল সমস্যার সমাধান।
৭) কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
৮) ইন্টার্নশীপ সুবিধা (প্রোফেশনালদের সাথে)।
৯) ক্লাইন্টের প্রোজেক্ট লাইভ দেখার সুবিধা।
১০) মার্কেটপ্লেস সাপোর্ট।
১১) শুরুর দিকের ক্লাইন্ট হ্যান্ডেল কন্সালটেশন।
১২) প্রিমিয়াম থিম, প্লাগিন ও টুলস সাপোর্ট।

Hand Holding Support কোর্সে জয়েন এর জন্য নূন্যতম যোগ্যতা কি কি?

১) মোটামুটি মানের ইন্টারনেট সংযোগ।
২) একটি কম্পিউটার অথবা ল্যাপটপ।
৩) ৫ মাস কঠোর পরিশ্রম করার মত সময় ও মন-মানসিকতা।

(Visited 938 times, 1 visits today)
WordPress Image Lightbox