Blog

২ বছর ১ মাস ২৫ দিনে, কি পেলাম আর কি হারালাম – স্বরবিন্দু তৈরি হওয়ার পেছনের গল্প

IMG_4114
Motivation Success Story

২ বছর ১ মাস ২৫ দিনে, কি পেলাম আর কি হারালাম – স্বরবিন্দু তৈরি হওয়ার পেছনের গল্প

পথ চলাটা শুরু হয়েছিলো আজ থেকে ঠিক ২ বছর ১ মাস ২৫ দিন আগে, ৩ ফেব্রুয়ারি ২০২০ থেকে,
ছোট্ট একটা উদ্যোগের মাধ্যমে, চলেন এবার ডিফারেন্ট কিছু করা যাক, আমি কিভাবে কাজ করি সেটাই শিখাবো সবাইকে আমার মতো করে….
আলহামদুলিল্লাহ, যেই কথা সেই কাজ! Day 1 থেকে শুরু করে Day 57 পর্যন্ত টোটাল 138 টি ভিডিও, সেই সাথে মার্কেটপ্লেসের ভিডিও থেকে শুরু করে প্রতি শুক্রবারে লাইভ

লেগেছিলাম অলমোস্ট ২ বছর…

* কি করেছি?
– ভিডিও বানিয়েছি আমি নিজে যা করি সেই বিষয়ের উপরে।

* সারাক্ষণ-ই কি কাজ করেছি ?
– না, নিজের কাজও করেছি পাশাপাশি ভিডিও বানিয়েছি তবে যেটা করেছি সেটা নিজের মন নিয়েই করেছি।

* কষ্ট হয়েছে?
– হ্যাঁ প্রচুর কষ্ট হয়েছে। কতো রাত যে না ঘুমিয়েই কেটে গেছে, কতো লোকের কতো যে অসহনীয় কথা শুনতে হয়েছে, কিন্তু তাতে কি যায় আসে? আমার যেটা করার দরকার সেটাই করে গেছি আমি।

* কি পেয়েছি?
-নিউটনের থার্ড-ল এর মতো “Every Action There Is An Equal & Opposite Reation” আপনি শুধু করেই যাবেন আর এর বিনিময়ে কিছুই পাবেন নাহ তা কি হয়? আর আমিতো পেয়েছি প্রত্যাশার থেকেও অনেক অনেক বেশি!!!

চলুন সেই গল্পটাই আজ শুনে আসি…..

অ্যালকেমিস্ট” নামে একটা বই পড়েছিলাম ওইখানে একটা কথা বার বার ম্যানশন করেছিলেন লেখক “যখন তুমি মন থেকে কিছু করো, পুরো বিশ্ব তোমাকে তা পাইয়ে দিতে সাহায্য করবে”
ঠিক যেন তেমনই ঘটেছে আমার সাথেও, সবার এতো ভালোবাসা পেয়েছি, এতো সুন্দর একটা টিম পেয়েছি যা সত্যিই ভাষায় প্রকাশ করা সম্ভব না…

আসেন আঙ্গুলের দাগে গোনা শুরু করি কি পেয়েছি আর কি হারিয়েছি?
প্রথমে আসুন পাওয়ার হিসেব টাই করা যাক! সবার অফুরন্ত ভালোবাসা পেয়েছি, পেয়েছি সম্মান, আর সব থেকে বড়ো যে জিনিসটা পেয়েছি সেটা হলো আত্মতৃপ্তি… যখন কোন স্টুডেন্ট গ্রুপে পোস্ট করে তার সফলতা নিয়ে, কোন স্টুডেন্ট এর সাথে দেখা হলে আবেগে তার চোখ ছলছল করে আর বলে ভাইয়া আপনার ভিডিও দেখে এটা করতে পেরেছি, ওইটা করতে পেরেছি…

ওই মোমেন্ট গুলো কি আর ভাষায় প্রকাশ করা যায় বলেন?…এর থেকে আর বড় পাওয়া কিই বা হতে পারে?
এই পর্যন্ত প্রায় ৩ লক্ষ স্টুডেন্ট কোন না কোন ভাবে আমার ভিডিও দেখেছে, উপকৃত হয়েছে, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট নামে একটা ইউনিক ফিচার এর জন্ম হয়েছে, আর হ্যান্ড হোল্ডিংয়ে ১৮৯২ জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। প্রায় ১০০০ এর উপরে সম্ভাবনাময় সফল স্টুডেন্ট বের হয়েছে… আর এই প্রক্রিয়া চলমান রয়েছে এখনো অবধি…

তো যেটা নিয়ে কথা হচ্ছিলো ২ বছর ১ মাস ২৫ দিন পরিশ্রম এর বিনিময়ে আমি কি করেছি এবং কি পেয়েছি?

সফল ভাবে Edtech Startup IT Company প্রতিষ্ঠিত হয়েছে “SoroBindu OPC” যেখানে বর্তমানে প্রায় ৪০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে, অন্যরকম কিছু ভালো মানুষড়দের নিয়ে গঠিত হয়েছে স্ট্রং একটা টিম।
আর মজার বিষয় হলো, আমরা এই মানুষগুলো কেও একে অপরকে আগে থেকে চিনতাম না কিন্তু কাজের সময় কাজ করেছি সবাই নিজের মতো করে মিলেমিশে, আন্তরিকতার সহিত, আর তাইতো আমাকে অকপটে স্বীকার করতেই হয়…আজ এই সফলতা শুধু আমার একার না এই সফলতা সবার, গোটা স্বরবিন্দু ফ্যামিলির। আর এই সফলতার সূত্র ধরেই আবেগঘন মুহূর্তগুলো পার করলাম স্বরবিন্দুর সম্পূর্ণ টিম ২৬-২৭ মার্চ প্রথম স্টাফ মিট-আপ এর মাধ্যমে।

আমার বয়স এখন মাত্র ২৮, যেখানে আমার মতো বয়সে সবাই চাকরির ইন্টারভিউ-এর চক্কর ঘূর্ণিতেই ব্যস্ত, সেখানে আমি আমার সফলতার গল্প শোনাচ্ছি সবাইকে…

তাও আবার ২ বছর ১ মাস ২৫ দিনের পরিশ্রমের প্রাপ্তির গল্প, যদিও ফ্রীলেন্সিং ক্যারিয়ার টা আমি ২০১৩ সালেই শুরু করি।

হ্যাঁ, তো যেটা বলছিলাম, মাথা কি আমার দুটো?, সুপার ট্যালেন্টেড? নাহতো এর কোনটাই নয়, SSC তে আমি পেয়েছিলাম কতো জানেন??… মাত্র ৪.৩৮

সাকসেস হতে কি লাগে তাহলে? রেজাল্ট, চাচা-মামা-খালু, ধনী বাবার টাকা পয়সা না… এর কোনটাই না।
সফল সেই হতে পারে যার বুকের ভেতরে সফল হওয়ার আগুনটা কাজ করে, আপনি আমি যাকে মোটিভেশন করা লাগে না, যে রাস্তা চলার সময় নদী পার হতে গিয়ে এর গভীরতা কতো এর হিসাব করে না, কি হবে দেখা যাবে…. শুরু চলতেই থাকে অদম্য গতিতে।

এটা নাই, তাই ঐটা হলো না এরূপ অংক-টাই ভুল! আর এমন অংকের হিসাব আমি কখনো করতে যাইনা, করতে হবে তো করতে হবেই হবে… কি দিন কি রাত!! একটা কাজেই ফুল ফোকাস!

তো হ্যাঁ হিসাব হচ্ছিলো ২ বছর ১ মাস ২৫ দিনের, আমিতো আমার হারাণো এর অর্জনের গল্পটা বললাম।
এখান দুটো প্রশ্ন আপনি আপনাকে করেন আমার বয়স কতো এখন?
এর …বছর বয়সে মধ্যে কতোটা সময় একটানা আপনি আপনার নিজেকে দিয়েছি কোন স্কিল বা নির্দিষ্ট কোন কিছু অর্জনে?

হতভাগা মানুষ আমরা আম গাছ লাগানোর আগেই, আম ফল টক হবে ভেবেই ডিমটিভেট হয়ে যাই…

(Visited 266 times, 1 visits today)

Comments (8)

  1. Md.Jamadul Awal

    এই একাডেমীর একজন সদস্য হতে পেরে সত্যিই নিজেকে গর্বিত মনে হয়। মিটআপ দিনগুলো আমার জীবনের স্মরণীয় কয়েকটি দিন। জিল্লুর ভাইয়াকে এতটা কাছে দেখার যে অনুভূতি তা ভাষায় হয়তো কখনো প্রকাশ করতে পারবো না।

  2. Md Mominul Haque

    দারুণ কিছু শিখতে পারলাম, আপনার এই পোস্ট থেকে।

  3. Abu Taher Muhammad

    আজকে এই প্রথম আপনার লেখা পড়লাম । তা ও আবার এইটা প্রথম পোস্ট! যাই হোক , দোয়া রইল আপনার জন্য। আর আমার জন্য ও দোয়া করবেন। জীবনের এই প্রথম স্টার্ট-আপ আজকে থেকে শুরু করতেছি। টিম অনেক ছোট। দোয়া করবেন…

  4. profile
    Md.Ahsan Habib

    vai ami apnar sathe kotha bolte cai………

  5. Abdur Razzak

    Lot of tnx bro for helping us .Carry on.

  6. Tanvir hasan

    Really proud to be a member of this academy. Meetup days are some of the most memorable days of my life. I can never express in words the feeling of seeing Jillur’s brother so close.
    My Site- https://developertanvir.me/

  7. sabur khan

    oneak Issa cilo sofol hower but,,,,,,,,

  8. Md Bakul Hossen

    jillur vai ….apni to real hero

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

WordPress Image Lightbox