আসুন এগিয়ে আসি বন্যা কবলিত মানুষদের পাশে❤️
June 24, 2022 2022-06-24 15:44আসুন এগিয়ে আসি বন্যা কবলিত মানুষদের পাশে❤️
আসুন এগিয়ে আসি বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় 🤝
আলহামদুলিল্লাহ আজকে আমরা ভালো আছি, কালকে কি হবে কেউ বলতে পারি না।
এইতো কয়েক দিনের ব্যবধানেই মানুষটার নিজের হাতের সাজানো সংসার, বাড়ি ঘর সব যেন নিমিষেই তলিয়ে গেলো চোখের সামনে।
চিন্তা করেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার চোখের সামনে আপনার সাজানো সংসারের এক একটি অংশ তলিয়ে যাচ্ছে, আর আপনি অসহায়ের মতো তাকিয়ে আছেন, কিছুই করতে পারছেন না, দুচোখ দিয়ে শুধুই জল ঝরছে😢
আল্লাহ আমাদেরকে আজকে কতো ভালো রেখেছে, এর জন্য হাজারো শুকরিয়া মহান আল্লাহ তালার কাছে – আসুন না একজন ভাই হয়ে ওই সব ভাইয়ের পাশে দাঁড়াই, যারা আজকে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন, জীবন মরণের সাথে যুদ্ধ করছে দেশের কয়েকটি জেলার মানুষ, প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে তাদের বাড়িঘর তলিয়ে গেছে পানিতে, তলিয়ে গেছে সমস্ত সংরক্ষিত ধান-চাল, খাবার, রাস্তা ঘাট…
চলুন এই সব মানুষের পাশে দাড়াঁই, যে যেখান থেকে পারি যেভাবে পারি….
আমাদের স্বরবিন্দু পরিবারের পক্ষ থেকে আমরা সবাই এগিয়ে আসি – আমাদের সকল টিম মেম্বার এবং আমি মিলে একটা ফান্ড কালেকশনের ব্যবস্থা করেছি – যেখানে এই ফান্ডটা সরাসরি পৌঁছে দিবো ওইসব মানুষদের কাছে, যারা আজকে এই কঠিন পরিস্থিতির শিকার
আসেন, আমরা সবাই এই ফান্ডে অংশগ্রহণ করি, যে যেই জায়গা থেকে পারি, আমাদের ফ্যামেলি, আত্নীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ, যতো ধরনের কমিউনিটি আছে যে যেভাবে পারি।
* ফান্ড কালেকশন চলবে ৩০ টারিখ পর্যন্ত
যদিও বলা ঠিক না তাও বলি আমি নিজে ১ লক্ষ টাকা ডোনেট করছি এই ফান্ডে, বুঝতেই পারছেন এই মুহূর্তে যা নিতান্তই নগন্য, আপনাদের সবার সহযোগিতা একান্তই প্রয়োজন, আমরা সবাই যদি এভাবে সামনে এগিয়ে আসি আলহামদুলিল্লাহ অনেক মানুষের পাশে দাড়াঁতে পারবো।
যেভাবে পেমেন্ট করবেন:
সরাসরি স্বরবিন্দুর এই পেজে QR Code স্ক্যান করে বা লিংক এর মাধ্যমে
অথবা:
bKash/Nagad Marchent(LFWF Academy): 01889972999
Bank: Brac Bank
AC Name: SORO BINDU OPC
AC: 1601205056494001
Branch Name: DINAJPUR SME/KRISHI BR