FAQs
March 11, 2022 2022-03-11 3:42FAQs
জেনে নেই কমন কিছু প্রশ্ন এবং উত্তর গুলো
আমি একদম নতুন, আমি কিভাবে কি করতে পারি ?
প্রথমে আপনাকে স্বাগতম, ফ্রীলেন্সিং বা ওয়েব সেক্টরে কিছু করতে গেলে প্রথমে একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকা জরুরী।
আপনার সব কিছু রেডি থাকলে আপনি প্রথমে আমাদের YouTube থেকে Day0 এর ভিডিও গুলো দেখতে পারেন চাইলে YouTube থেকেও শিখতে পারেন
সেই সাথে আমাদের Hand Holding Support প্রোগ্রামও চালু আছে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসের মাধ্যমে ধরে ধরে শিখানো হয়।
লাইভ ক্লাস কি জিল্লুর ভাই নিজে নিবেন ?
মার্কেট প্লেস সাপোর্ট কি এবং কিভাবে পাবো ?
আপনি যদি Hand Holding Support এর স্টুডেন্ট হন তাহলে আপনি লাইফটাইম মার্কেট প্লেস সাপোর্ট পাবেন,
মার্কেট প্লেস সাপোর্টে আপনার ক্লাইন্টের মেসেজ রিভিউ, কোন কাজ নিবেন বা কোন কাজ নিবেন না, একটা কাজ পেয়েছেন সেটা কি ভাবে করবেন, ক্লাইন্টের একটা রিকোয়ারমেন্ট বুঝতেছেন না, কোন প্লাগিং দিয়ে বা কি ভাবে করবেন অভারঅল সাপোর্ট গুলো দেয়া হয় শুরু থেকে শেষ পর্যন্ত।
তবে যেটা করা হয় না, আপনি একটা কাজ পেয়েছেন সেটা আপনাকেই করতে হবে, আমাদের সাপোর্ট টিম সাপোর্ট দিবে কিন্তু সরাসরি করে দিবেনা।
Day 0 না WordPress কোর্সে ভর্তি হবো ?
আপনি যদি আমাদের ইউটিউব এর এইচটিএমএল সিএসএস ভিডিও মিনিমাম Day25 বা Day30 থেকে দেখে থাকেন অথবা আগে থেকেই এইচটিএমএল সিএসএস শিখে থাকেন তাহলে আপনি আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারবেন ।
আর যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে ডে ০ সুতরাং এইচটিএমএল থেকে কোর্সে ভর্তি হতে পারেবন।
আমি শুধু HTML, CSS জানি, সেক্ষেত্রে আমি এখন কি করবো?
আপনি কি দিয়ে শুরু করবেন এটা ডিপেন্ড করবে আপনার কারেন্ট একটিভিটির উপরে আর আপনার চাহিদার উপরে,
আপনার চাহিদা যদি এমন হয় যে খুব দ্রুত আরনিং করতে হবে তাহলে বলবো যে ওয়ার্ডপ্রেসই বেস্ট আপনার জন্য, আর আপনি যদি CSE ব্যাকগ্রাউন্ডের হন বা
আপনি যদি প্রোগ্রামিং পেসনেটেড হন এবং আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে বলবো যে JavaScript বা Laravel দিয়ে শুরু করাই বেস্ট হবে।
আপনাদের কি কি কোর্স আছে ?
এখন পর্যন্ত যে সমস্ত কোর্স আমাদের আছে
- Hand Holding Support For HTML(Day-0) to Advance WordPress
- Hand Holding Support form WordPress(Day-35) Basic to Advance
- Full MERN Stack JavaScript Course
- PHP With Laravel
আমরা কি থিম প্লাগিন এর সাপোর্ট পাবো ?
কোর্স শেষ হতে কত দিন সময় লাগবে ?
আপনি যদি আমাদের এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স কোর্সে ভর্তি হন তাহলে কোর্স শেষ হতে সময় লাগবে প্রয় ৭-৮ মাস।
আর যদি ওয়ার্ডপ্রেস টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হন তাহলে কোর্স শেষ হতে সময় লাগবে প্রয় ৫-৬ মাস।
নিজে কিছু করি, অন্যকেও কিছু করার সুযোগ করে দেই !
আজকে যা শিখেন, সেটা আপনার সারাজীবন কাজে লাগবে। চলেন নিজেকে সময় দেই, নিজের জন্য ইনভেস্ট করি। অন্যের জন্য বসে থাকা নয়, নিজের ক্যারিয়ার নিজেই গড়ি...