Portfolio Website Master Class Free Live Session by Jillur Rahman
December 11, 2022 2022-12-18 7:27Portfolio Website Master Class Free Live Session by Jillur Rahman
ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে আপনার তথ্য জমা দিন
রেজিস্ট্রেশনের শেষ সময়
কেন এবং কি ভাবে ?
মার্কেটপ্লেসে ক্লাইন্ট কে ইমপ্রেস করতে এবং নিজের কাজের দক্ষাতার প্রমাণ দেখাতে সকলের পোর্টফলিও ওয়েবসাইট থাকা একান্ত জরুরী।
এর তাই আমাদের এই উদ্যোগ যেখানে পোর্টফলিও ওয়েবসাইট নিয়ে সকলের জন্য সম্পুর্ন ফ্রীতে ক্লাসের ব্যবস্থা যেখানে জিল্লুর ভাই নিজেই ক্লাস নিবেন পোর্টফলিও ওয়েবসাইট এর বেপারে সমস্ত টিপক নিয়ে।
Class 1 Full Class Record, Watch from here...
Class 2 Full Class Record, Watch from here...
ক্লাসে কি কি দেখানো হবে ?
- 16th, Class 1 at 9pm
- What is a Portfolio Website?
- Why Need a Portfolio Website?
- Important for Portfolio Website?
- How will you plan a Portfolio Website?
- Tips and Tricks for Portfolio Website.
- How to Choose a Portfolio Template?
- How to Collected Demo Portfolios for your website?
Class 1 Attendance form
- 17th, Class 2 at 9pm
- Setup live Domain & Hosting for Portfolio Website.
- Setup Domain, Hosting & Install WordPress.
- Try to Create a live Portfolio Website in class.
- Create all Nassary pages for the Portfolio website.
- Added Demo Portfolios under the portfolio.
- Review Existing portfolio website.
Class 2 Attendance form
What Extra ?
- Complete solution about the portfolio website in two class ?
- And If you already have a portfolio website, You will get a chance to review?
- Special Students will get a Giveaway/Gift?
- How will you plan a Portfolio Website?
জেনে নেই কমন কিছু প্রশ্ন এবং উত্তর...
ক্লাস করতে কোন ফি দিতে হবে কি?
না, এই কোর্স সম্পূর্ণ ফ্রিতেই করানো হবে। আপনাকে শুধুমাত্র রেজিস্ট্রেশনের ফরম পূরণ করে আসন নিশ্চিত করতে হবে।
লাইভ ক্লাস কিভাবে হবে?
জুম সফটওয়্যারের মাধ্যমে লাইভ ক্লাস হবে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভ সম্প্রচার করা হবে।
এই কোর্স করে আমি কতটুকু শিখতে পারবো বা কি কি জানতে পারবো?
এই ফ্রি লাইভ ক্লাস থেকে আপনি জানতে পারবেন একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সমস্যায় পড়লে কিভাবে সেগুলোর সমাধান বের করতে হয় সেসব বিষয়ে বিষদ ধারণা পাবেন।
কোন প্রয়োজনে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি?
আমাদের অফিসের নম্বরে সরাসরি আপনার সমস্যা জানাতে পারবেন। +8801889972995 অথবা +8801889972999
লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবো?
আপনার কম্পিউটার বা ল্যাপটপে zoom সফটওয়্যার ইন্সটল করে রাখবেন। ক্লাসের দিন জুম লিঙ্ক দেওয়া হবে সেটার মাধ্যমে যুক্ত হতে পারবেন।
ক্লাসের জয়েন করার লিংক কিভাবে পাবো?
ক্লাস শুরুর ৩০ মিনিট আগে আপনার ফোন এবং ইমেইলে ক্লাসে জয়েন করার জুম লিংক দেওয়া হবে।
ক্লাসের রেকর্ড কিভাবে পাবো?
প্রতিটা ক্লাস আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও ইউটিউবে লাইভ সম্প্রচার হবে। সুতরাং, আপনি যেকোন জায়গা থেকেই পরবর্তীতে রেকর্ড দেখতে পারবেন।
আমি কি লাইভ ক্লাসে টিচারকে কোন প্রশ্ন করতে পারবো?
হ্যাঁ, অবশ্যই। আপনি লাইভ ক্লাসে ক্লাস টপিক সম্পর্কিত বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
নিজে কিছু করি, অন্যকেও কিছু করার সুযোগ করে দেই !
আজকে যা শিখেন, সেটা আপনার সারাজীবন কাজে লাগবে। চলেন নিজেকে সময় দেই, নিজের জন্য ইনভেস্ট করি। অন্যের জন্য বসে থাকা নয়, নিজের ক্যারিয়ার নিজেই গড়ি...
(Visited 8,335 times, 3 visits today)