Download CSS শিখুন পানির মতো সহজ করে By জিল্লুর রহমান

Download CSS শিখুন পানির মতো সহজ করে By জিল্লুর রহমান

ধন্যবাদ, বইটি এখান থেকে ডাউনলোড করুণ

কি কি আছে "CSS শিখুন পানির মতো সহজ করে" বইটিতে

কেন এই বই টি? 

আমি আমার সর্বোচ্চ দিয়ে CSS-কে সুন্দর, সহজ এবং বাস্তবিক ভাবে দেখানোর চেষ্টা করেছি, যা বিগিনার থেকে অ্যাডভান্সড পর্যন্ত সবার জন্য উপযুক্ত। বইটিতে CSS-এর সমস্ত প্রপার্টি, ইউনিট, প্যাটার্ন ও ফিচার নিয়ে ১৩টি ক্যাটাগরিতে ভাগ করে সাজানো হয়েছেে, যেন আমরা CSS সকল প্রপার্টি এবং কাজের সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো এবং মনে রাখতে খুব সহজ হয়।

প্রতিটি অধ্যায়ে আছে স্পষ্ট উদাহরণ, হাতে-কলমে প্র্যাকটিস টাস্ক, ১০টি করে MCQ কুইজ, এবং আপনার CSS স্কিল চেক করার জন্য হোমওয়ার্ক, যাতে শেষ পর্যন্ত বলতে পারেন

হ্যাঁ, আলহামদুলিল্লাহ!
এখন আমি CSS-এ পারি এবং পোর্টফোলিও তে স্কিল হিসাবে অ্যাড করতে পারি।

হয়ে যাক আজকে থেকেই প্রাকটিস শুরু...

সঠিক ইমেল এবং ফোন নম্বরটি দিন - বইটি পাঠিয়ে দেয়া হবে আপনার ইমেইলে 

Name *
Email *
Mobile *

ভিডিও টিউটোরিয়ালে সবগুলো বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব হয়ে উঠে না, এবং এই AI-এর যুগে প্রযোজন পরে শুধু নলেজের বাকি সব অটোমেটিং হয়ে যায়।

তাই আমাদের ফোকাস হওয়া উচিত, যা শিখবো এবং জানবো, তা যেন একবারেই গভীরভাবে জানি, যেন সেটা দিয়ে পরবর্তীতে সব জায়গায় কাজে লাগাতে পারি।

বইটা কি সত্যিই একদম ফ্রি? পরে কোনও টাকা চাইবেন না তো?

হ্যাঁ – জিরো টাকা, জিরো ঝামেলা। একবার ই-মেইল ঢুকলে ডাউনলোড লিঙ্ক সঙ্গে সঙ্গেই হাতে পাবেন, ভবিষ্যতের আপডেটও একই পথে যাবে। এগুলোর জন্য আলাদা খরচ পড়বে না।

এই বই বানানোর দরকারটা হল কেন?

ভিডিও টিউটোরিয়ালে সবগুলো বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব হয়ে উঠে না, এবং এই AI-এর যুগে প্রযোজন পরে শুধু নলেজের বাকি সব অটোমেটিং হয়ে যায়। তাই আমাদের ফোকাস হওয়া উচিত: যা শিখবো এবং জানবো, তা যেন একবারেই গভীরভাবে জানি, যেন সেটা দিয়ে পরবর্তীতে সব জায়গায় কাজে লাগাতে পারি। বইটিতে সমস্ত CSS-কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, যে কেউ একবার সম্পূর্ণ বইটি পড়লে সে পরবর্তীতে CSS-এর সকল বিষয়ে গভীর জ্ঞান রাখবে।

আগে থেকে CSS না জানলেও বুঝতে পারব?

পারবেন। অধ্যায় ০-তে “ট্যাগ কী, এলিমেন্ট কী” থেকে শুরু করা হয়েছে। পুরো বই জুড়ে বাংলা ব্যাখ্যা + ইংরেজি কোড উদাহরণ।

লাইভ কোড প্র‍্যাক্টিসের সুবিধা আছে?

প্রতিটা অধ্যায়ের শেষে সরাসরি CodePen এর লাইভ লিংক (QR সহ) দেয়া আছে, সরাসরি স্কেন করেই প্রাকটিস শুরু করে দিতে পারবেন ।

বই আপডেট হলে নতুন কপি কীভাবে পাব?

আপনি যে ই-মেইল দিয়ে ডাউনলোড করেছেন, সেখানেই নতুন সংস্করণের লিংক অটো-পিং করবে এবং সেই সাথে এই পেজেই আপডেট ভার্সনটি পেয়ে যাবেন।

বইটি সম্পর্কে মতামত দিন

(Visited 654 times, 654 visits today)

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

WordPress Image Lightbox